বনানীর এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে মানবিক ভূমিকা রাখা আলোচিত শিশু মো.নাঈম ইসলামকে (নাইম) পুরস্কৃত করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। বুধবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা কাস্টমের সম্মেলন কক্ষে নাঈমকে এই সম্মাননা দেয়া হয়। নাঈমের মা নাজমা বেগমের উপস্থিতিতে ৫০ হাজার টাকার একটি চেক নাঈমের হাতে তুলে দেন কমিশনার এস এম হুমায়ুন কবীর।